রাজধানী ঢাকায় দুইটি পলওয়েল মার্কেট রয়েছে । একটি ঢাকার উত্তরায় এবং অপরটি নয়া পল্টনে অবস্থিত। এই পোস্টে নয়া পল্টন এ অবস্থিত পলওয়েল সুপার মার্কেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আজকে আমরা জানবপলওয়েল মার্কেট কোথায়পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ
পলওয়েল সুপার মার্কেট কবে বন্ধ
পলওয়েল মার্কেট কিভাবে যাবো
পলওয়েল মার্কেট কি কি পাওয়া যায়
পাঁচতালা ভবন বিশিষ্ট এই পলওয়েল মার্কেটে নিত্য প্রয়োজনীয় সকল আইটেম খুজে পাওয়া যায়। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সকল পণ্য পাওয়া যায় এখানে। সবচেয়ে মজার ব্যাপার হল এখানে পাইকারি দামে সব পণ্য ক্রয়-বিক্রয় হয় সকাল থেকে তার পর্যন্ত। রাজধানীর অন্য মার্কেট গুলোর( ইসলামপুর মার্কেট, গুলিস্তান মার্কেট, মিরপুর হোপ মার্কেট, গাউছিয়া মার্কেট ইত্যাদি) মতই অনেক জাঁকজমকের সাথে পণ্য ক্রয়-বিক্রয় চলে এখানে।
পলওয়েল সুপার মার্কেট
পলওয়েল সুপার মার্কেট ( Polwel Super Market ) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি শপিংমল। রাজধানী ঢাকা শহরের যতগুলো জনপ্রিয় মার্কেট রয়েছে যেমন মিরপুর শাহ আলি মার্কেট, মৌচাক মার্কেট, চকবাজার মার্কেট, এসব মার্কেট এর মতই পলওয়েল ও মার্কেট একটি পরিচিত মার্কেট হিসাবে খ্যাত। যেখানে কম দামে সকল ধরনের পণ্য পাইকারিতে পাওয়া যায়।
পলওয়েল মার্কেট কোথায়
- পলওয়েল মার্কেট যার পূর্ণ নাম পলওয়েল সুপার মার্কেট, এটি রাজধানী ঢাকার নয়া পল্টন এর ভিআইপি রোড এ অবস্থিত। সহজভাবে বলতে গেলে পল্টন এর জনপ্রিয় জোনাকি সিনের হলের বিল্ডিং এর একদম সাথেই অবস্থিত। যেখানে প্রতিদিন সকাল থেকে রাত অবধি ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা লক্ষ করা যায়।
পলওয়েল সুপার মার্কেট কবে বন্ধ
পলওয়েল মার্কেট বন্ধ কবে ?
- পলওয়েল সুপার মার্কেট (Polwel Supar market)গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার এর মার্কেটিং নিয়ম অনুসারে রাজধানী ঢাকার জ্যাম জট নিরসনে প্রতি শুক্রবার বন্ধ রাখা হয়। এছাড়া সপ্তাহের বাকি ছয় (০৬) দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
পলওয়েল মার্কেট কিভাবে যাব
মিরপুর হতে | মিরপুর হতে বেশ কয়েকটি বাস ছেড়ে যায়। তাদের মধ্যে শিকড়, বিহঙ্গ, দিশারী, ট্রান্সসিল্ভা, হিমাচল সহ আরও বেশ কয়েকটি বাস। এসব বাসে করে পল্টন মোরে নামতে হবে। তারপর রিক্সা করে যাওয়া যায়। |
গাবতলি/সাভার হতে | গাবতলি ৮ নং বাস, ওয়েলকাম, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সহ মিরপুর এর কিছু বাসে করে পল্টন মোরে নামতে পারবেন। |
রামপুরা/বাড্ডা/মালিবাগ হতে | এখান থেকে সরাসরি আসতে হলে আকাশ পরিবহন কিংবা ভিক্টর ক্লাসিক এ করে আসতে পারবেন। তবে ভেঙ্গে আসতে চাইলেও পারবেন। মৌচাক, মালিবাগ হতে কাকরাইল হয়ে একটু সামনে আগালে নয়া পল্টন। |
নারায়ণগঞ্জ হতে | নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে মেঘলা পরিবহন অথবা হিমাচল বাস এ করে পল্টন মোড় এ নামা যাবে। |
উত্তরা/এয়ারপোর্ট হতে | এখান থেকে সরাসরি আসতে কষ্ট হতে পারে। তবে বলাকা, ভিক্টর ক্লাসিক সহ বেশ কিছু বাস রয়েছে। |
পলওয়েল মার্কেটে কি কি পাওয়া যায়
- ৫ম তালায় - কমিউনিটি সেন্টার( বিয়ে, মুসলমানি, জন্মদিন উৎসব পালন)।
- ৪র্থ তালায় - ঘড়ি, মানি ব্যাগ, ছাতা, জুতা, বেল্ট আইটেম।
- ৩য় তালায় - শাড়ি, কাপড় সহ সকল গার্মেন্টস আইটেম।
- ২য় তালায় - টি-শার্ট, শার্ট প্যান্ট, পাঞ্জাবি পাজামা, ইত্যাদি
- ১ম তালায় - ইলেকট্রনিক্স পণ্য এবং সকল লেদার আইটেম যেমন জুতা জ্যাকেট ইত্যাদি।