বিভিন্ন জায়গায় ভ্রমনের জন্য আমরা হন্নে হয়ে ছুটাছুটি করি ছুটির দিনগুলোতে আপনজনদের সাথে। পরিবারের সবাই মিলে সুন্দর সময় পার করে সবাই। সেই সময়ে রাত্রিতে কিংবা দিনের বেলায় থাকার প্রয়োজন হয়। তাই কলকাতার সেরা ১০ টি আবাসিক হোটেল নিয়ে আবাসিক হোটেল নিয়ে আজকের আলোচনা।
কলকাতা নিউ মার্কেট আবাসিক হোটেল
কলকাতা নিউ মার্কেট এলাকাতে বেশ কয়েকটি জনপ্রিয় থ্রি-স্টার, ৫ স্টার আবাসিক বা নন আবাসিক হোটেল রয়েছে । আবাসিক হোটেল গুলোর মধ্যে দি অভেরই গ্র্যান্ড হোটেল, ল্যাটিট গ্রেট ইস্টার্ন হোটেল, দি পার্ক হোটেল, কলকাতা সার্ভিস এপার্টমেন্ট, গলওয়ে গেস্ট হাউজ, ব্যাকপিকার পার্ক এবং হোটেল সোসাইটি অন্যতম।
১। হোটেল প্রেসিডেন্সি ইন.
কলকাতা নিউ মার্কেট এর একদম কাছে প্রায় ৪৫০ মিটারের মধ্যে অবস্থিত। এই মূল ঠিকানাটি হচ্ছে ২/১, মারকুইস রোড, নিউ মার্কেট, ধর্মতলা, ৭০০০১৬ কলকাতা। নিউ মার্কেট এর কাছাকাছি এটি একটি জনপ্রিয় আবাসিক হোটেল হিসাবে পরিচিত। এখানের সার্ভিস কিছুটা খারাপ হলেও কম বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি আবাসিক হোটেল।
২। দি অভেরই গ্র্যান্ড কলকাতা
এটি এখানকার একমাত্র ৯+ রেটিং প্রাপ্ত আবাসিক হোটেল। এখানকার সিকিউরিটি, খাবারের মান, রুমের কোয়ালিটি অনেক ভাল। নিউ মার্কেট থেকে ২০০ মিটার দূরে এই আবাসিক হোটেলটির অবস্থান। এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই, সুইমিং পুল, ফ্রি পার্কিং, ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা সহ ধূমপান মুক্ত রুম এবং শীতাতপ নিয়ন্ত্রিত সিস্টেম। এই হোটেল টির অবস্থান জহরলাল নেহেরু রোড, ৫৬০০০১ কলকাতা। এখানে খরচ একটু বেশি পরবে। এখানে রয়েছেঃ
- আধুনিক সকল সুবিধা যেমন AC, WiFi, bath
- সমুদ্র দর্শন
- সুইমিং পুল
৩। সার্ভিস এপার্টমেন্ট
২০১৩ সালের ১২ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় এই হোটেলটির। নিউ মার্কেট থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত এই আবাসিক হোটেলটিও বেশ জনপ্রিয় এখানকার চমৎকার পরিবেশনার জন্য। এখানের লাক্সারিয়াস রুম ও সিটি ভিউ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষি হয়ে থাকবে। এর অবস্থানঃ রিপন সড়ক, ৩য় তালা, ৭০০০১৬ কলকাতা। এখানে রয়েছেঃ
- ওয়াশিং মেশিন সুবিধা
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা
- নিয়মিত পরিচ্ছন্নকর্মী
- সোপান
- সুন্দর কিচেন
- এয়ার কন্ডিশনার সহ আধুনিক সব সুবিধা।
৪। দি এলজিন ফেয়ারলন
এটি নিউ মার্কেটের কাছাকাছি আরেকটি জনপ্রিয় আবাসিক হোটেল গুলোর মধ্যে একটি। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করা এই হোটেলটি ইন্ডিয়ান জাদুঘর এর পাশেই অবস্থিত এবং নি মার্কেট থেকে প্রায় আনুমানিক ২০০ মিটারের দুরত্তে অবস্থিত। ২ জন এর জন্য প্রতি রাত এ ৭০০০ টাকার মতো খরচ হবে।
৫। ল্যাটিট গ্রেট ইস্টার্ন হোটেল
এই আবাসিক হোটেলটি কলকাতার পুরনো হোটেল সমূহের মধ্যে একটি। ঐতিহ্যবাহী এই হোটেলটি আনুমানিক প্রায় ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নানান কারনে বহুবার বন্ধ রাখা হলেও ২০১৩ সালে নতুন আঙ্গিকে পুনরায় খোলা হয়।এখানে রয়েছেঃ
- ২টি সুইমিং পুল সুবিধা
- ফ্রি ওয়াইফাই
- এয়ারপোর্ট সাঁটল
- ফ্যামিলি রুম
- ব্রেকফাস্ট সুবিধা
- ২৪ ঘণ্টা ফ্রি ফ্রন্ট ডেস্ক সুবিধা
- রুম সার্ভিস
- বার ইত্যাদি