গুলিস্তান খদ্দর মার্কেট
গুলিস্তান খদ্দর মার্কেট যার আসল নাম খদ্দর বাজার শপিং কমপ্লেক্স( Khoddor Bazar Shopping Complex )। মুসলিম জনগোষ্ঠীর পরিহিত পোশাক ও বাবহার যোগ্য সকল আইটেম এর পাইকারি মার্কেট নামে খ্যাত এই ঐতিহাসিক খদ্দর বাজার মার্কেট।
খদ্দর মার্কেট রাজধানী ঢাকার অন্যতম জনপ্রিয় একটি বাজার। এখানে কম দামে কার্টিজ, স্ট্যাম্প, খাম, এবং মুসলমানদের নিত্য প্রয়োজনীয় আইটেম পাওয়া যায়। যেমন আতর, সুরমা, টুপি, জায়নামাজ, মেসওয়াক, তসবি, আল কোরআন সহ সকল ধরনের পণ্য। তাই যারা পাইকারি মূল্যে এসব পণ্য ক্রয় করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মার্কেট।
খদ্দর বাজার শপিং কমপ্লেক্স কোথায়
- খদ্দর বাজার শপিং কমপ্লেক্স রাজধানী ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট( Zero Point) একদম দক্ষিন সাইডে অবস্থিত। গুলিস্তান মার্কেট এর পূর্ব পাশে এই ৫ তালা বিশিষ্ট মার্কেট এর অবস্থান।এটি গুলিস্তান পাতাল মার্কেট এবং চোরাই মার্কেট এরও একদম সাথেই। সহজভাবে বলতে গেলে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ এর অপজিট এ অবস্থিত।
খদ্দর মার্কেট কিভাবে যাবো
মিরপুর হতে | মিরপুর হতে বেশ কয়েকটি বাস খদ্দর বাজার মার্কেট এর উদ্দেশে ছেড়ে যায়। তাদের মধ্যে শিকড়, বিহঙ্গ, দিশারী, ট্রান্সসিল্ভা, হিমাচল সহ আরও বেশ কয়েকটি বাস। |
গাবতলি/সাভার হতে | গাবতলি ৮ নং বাস, ওয়েলকাম, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সহ মিরপুর এর কিছু বাসে করে সরাসরি যাওয়া যাবে। |
রামপুরা/বাড্ডা/মালিবাগ হতে | এখান থেকে সরাসরি আসতে হলে আকাশ পরিবহন কিংবা ভিক্টর ক্লাসিক এ করে আসতে পারবেন। তবে ভেঙ্গে আসতে চাইলেও পারবেন |
নারায়ণগঞ্জ হতে | নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে মেঘলা পরিবহন অথবা হিমাচল এ করে একদম গুলিস্তান জিরো পয়েন্ট এর সামনে নামা যাবে। |
উত্তরা/এয়ারপোর্ট হতে | এখান থেকে সরাসরি আসতে কষ্ট হতে পারে। তবে বলাকা, ভিক্টর ক্লাসিক সহ বেশ কিছু বাস রয়েছে। |
খদ্দর বাজার শপিং কমপ্লেক্স মার্কেট বন্ধের দিন
অনেকেই জানেন না খদ্দর মার্কেট কবে বন্ধ থাকে ? উত্তরঃ খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এর সাপ্তাহিক বন্ধের দিন হল শুক্রবার। তবে শনিবার অর্ধ বেলা তেও বন্ধ থাকে। শুক্রবার জাতীয় মসজিদ এর লক্ষাধিক মানুষের ভিড় থাকার কারনে বন্ধ রাখা হয়ে থাকে। এছাড়া প্রতিদিন সকাল ৮.৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
খদ্দর মার্কেট এ কি কি পাওয়া যায়
- ১ম তালাতে - শার্ট-প্যান্ট, কোর্ট এবং কাপড়ের দোকান
- ২য় তালা থেকে ৪র্থ তালা - ইসলামিক সকল পণ্য
- ৫ম তালাতে - মোবাইল সহ সকল ইলেকট্রনিক্স পণ্য
- গাড়ি পার্ক সুবিধা ( রাস্তার পাশে)