এলিফ্যান্ট রোড মার্কেট | এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট

এলিফ্যান্ট রোড মার্কেট

এলিফ্যান্ট রোড মার্কেট (Elephant Road Market) বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম সেরা মার্কেট সমূহের মধ্যে একটি। রাজধানী ঢাকার শাহবাগ থেকে কিছুটা পশ্চিম এ এলিফ্যান্ট রোডে এর অবস্থান। এই এলিফ্যান্ট রোড এ বেশ কিছু মার্কেট রয়েছে। এই পোস্ট এর মাধ্যমে এলিফ্যান্ট রোড মার্কেট বিশেষ করে এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট সম্পর্কে জানতে পারবেন।

এলিফ্যান্ট রোড মার্কেট | এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট বন্ধ কবে
এলিফ্যান্ট রোড মার্কে নিয়ে বিস্তারিত
নাম পূর্ণ নাম এলিফ্যান্ট রোড মার্কেট (Elephant Road Market)
অবস্থান এলিফ্যান্ট রোড মার্কেট কোথায়
বন্ধের দিন এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধ কবে
কম্পিউটার মার্কেট এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট
মাল্টিপ্লান মাল্টিপ্লান কবে বন্ধ থাকে

এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধ কবে

এলিফ্যান্ট রোড মার্কেট (Elephant Road Market) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মার্কেটিং নীতিমালা অনুসারে মঙ্গলবার পুরো দিন এবং বুধবার অর্ধেক বেলা বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল ৮.৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

এলিফ্যান্ট রোড মার্কেট সাপ্তাহিক বন্ধ

  • এলিফ্যান্ট রোড মার্কেট সাপ্তাহের সকল দিন খোলা থাকে না। এটি মঙ্গলবার সারাদিন এবং বুধবার অর্ধ দিন বন্ধ থাকে।

এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট

বাংলাদেশের অন্যতম বড় কম্পিউটার ও ইলেকট্রনিক্স মার্কেট যেটি এলিফ্যান্ট রোড এ অবস্থিত। এর নাম মাল্টিপ্লান। বসুন্ধরা মার্কেট এর মতোই এটি জনপ্রিয় একটি মার্কেট। যেখানে সকল ধরনের কম্পিউটার যন্ত্রাংশ পাওয়া যায়। এই কম্পিউটার মার্কেট এ বেশ কিছু পপুলার দোকান রয়েছে। স্টার টেক, নেক্সট জেন, আমার পিসি, টেক ল্যান্ড, এইচপি এক্সক্লসিব, ওয়াল্টন সহ দেশি বিদেশি জনপ্রিয় সব ব্র্যান্ড এর ছড়াছড়ি এই মার্কেটে।

আসে পাশের মার্কেট সমুহঃ আজিজ সুপার মার্কেট | ঢাকা নিউ মার্কেট | কাটাবন মার্কেট

যারা নতুন পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ প্লেস। আইডিবি ভবনের চেয়ে এখন বেশ জনপ্রিয় শপিং মল এই এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট। এখানে সুলভ মূল্য ও আকর্ষণীয় সব অফারে আপনার পছন্দের ডেক্সটপ, ল্যাপটপ, আইপিএস, ইউপিএস, মোবাইল ফোন সহ সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়।

এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট কবে বন্ধ

অনেকেই প্রশ্ন করে থাকেন যে,মাল্টিপ্লান কবে বন্ধ থাকে ? উত্তরঃ এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেট সাপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে। বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।

এলিফ্যান্ট রোড কোথায়

এলিফ্যান্ট রোড রাজধানী ঢাকা শহরের শাহবাগ এর পাশেই অবস্থিত। এর পূর্বে শাহবাগ ও বাটা সিগনাল,পশ্চিমে সায়েন্স ল্যাব/ নিউমার্কেট অবস্থিত। ঢাকার যেকোনো প্রান্ত থেকে এখানে জেতে পারবেন খুব সহজে, বাসে করে যাওয়া সহজ হবে। যদিও এখানের রাস্তাগুলোতে বেশ জ্যাম জট দেখা যায়।
এলিফ্যান্ট রোড মার্কেট যাওয়ার উপায়
মিরপুর দিশারী, ট্রান্সসিল্ভা, বাহন ইত্যাদি
গাবতলি/ সাভার গাবতলি ৮নং,বঙ্গবন্ধু ও এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সহ মিরপুর এর সকল বাস
গুলিস্তান/পল্টন শাহবাগ অভিমুখী সকল বাস যেমন, দিশারী, ট্রান্সসিল্ভা, বাহন, মিডল্যান্ড।
রামপুরা/বাড্ডা রমজান, তরঙ্গ প্লাস ইত্যাদি
মৌচাক/মালিবাগ রমজান, তরঙ্গ প্লাস
নারায়নগঞ্জ মেঘলা পরিবহন এবং হিমাচল
গাজীপুর/ এয়ারপোর্ট বঙ্গবন্ধু এয়ারপোর্ট এ সরাসরি, বলাকা পরিবহনে কাকরাইল নেমে রিক্সা অথবা রমজান বাস
ধানমন্ডি মিডল্যান্ড, দিশারী, মেঘলা,ট্রান্সসিল্ভা, বাহন
Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post