শিশু পার্ক | শহীদ জিয়া শিশু পার্ক

বাংলাদেশে মোট দুইটি (০২) শিশু পার্ক রয়েছে। একটি ঢাকা শিশু পার্ক, অপরটি চট্টগ্রাম শিশু পার্ক। আজকে ঢাকা শিশু পার্ক সম্মন্ধে জানার চেষ্টা করব। শিশু পার্ক ঢাকার অন্যতম জনপ্রিয় স্থান। পরিবার থেকে শুরু করে তরুণ, প্রাপ্তবয়স্ক, সব বয়সের মানুষ এই পার্কগুলিতে আসে এখানকার তাজা বাতাস এবং প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে।

ঢাকা শিশু পার্ক

ঢাকা শিশু পার্ক( Dhaka Shishu park) যার পূর্ব নাম শহিদ জিয়া শিশু পার্ক। বর্তমান সরকার এই নামটি পরিবর্তন করে ঢাকা শিশু পার্ক নামকরণ করা হয়। ঢাকা শহর একটি কোলাহলপূর্ণ শহর। শিশুদের অন্বেষণ ও বিনোদনের জন্য অনেক আকর্ষণীয় একটি ভ্রমন স্থান এই শিশু পার্ক। শহরের সবচেয়ে প্রিয় স্পটগুলির মধ্যে একটি হল শিশু পার্ক, যা বাচ্চাদের খেলাধুলা এবং শেখার জন্য একটি নিরাপদ এবং মজাদার পরিবেশ কেন্দ্র।

তাই আজকে আমরা বিস্তারিত জানব
শিশু পার্ক
শিশু পার্ক | শহীদ জিয়া শিশু পার্ক

শহীদ জিয়া শিশু পার্ক

  • ঢাকা শহীদ জিয়া শিশু পার্ক( বর্তমান নাম জাতীয় শিশু পার্ক) হল ঢাকা শহরের একমাত্র ফ্রি বিনোদন কেন্দ্র। রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত এই শিশু পার্ক টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সকলের জন্য উন্মুক্ত থাকে বন্ধের দিন ছাড়া।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, শাহবাগ শিশু পার্ক টিতে শিশুদের উৎসাহিত করতে এবং তাদের গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য ডিজাইন করা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, প্রদর্শনী এবং শিক্ষামূলক প্রোগ্রাম রয়েছে।এছাড়াও ইঞ্জিনিয়ারিং ধারণা শেখানোর জন্য ডিজাইন করা ইন্টারেক্টিভ প্রদর্শনী থেকে শুরু করে শারীরিক ক্রিয়াকলাপের জন্য বিভিন্ন গেম, দুলনা, রাইডস সহ পার্কটি শিশুদের অন্বেষণ এবং বেড়ে ওঠার জন্য একটি নিরাপদ এবং উদ্দীপক জায়গা হিসাবে কাজ করে৷

ঢাকা শিশু পার্ক কোথায়

  • এই পার্কটি ঢাকা শহরে প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। এর পূর্বে রমনা পার্ক, পশ্চিমে বাংলাদেশ জাতীয় জাদুঘর, উত্তরে রমনা পার্ক ও বারডেম হাসপাতাল এবং দক্ষিনে তৎকালীন রেসকোর্স ময়দান( বর্তমান সোহরাওয়ারদি উদ্যান) অবস্থিত।

শিশু পার্ক কি খোলা ২০২৩

জাতীয় শিশু পার্ক করোনা কালীন সময়ে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল সংক্রমণ এড়াতে। তাই দর্শনার্থীদের মনে প্রশ্ন ছিল যে, শিশু পার্ক কি খোলা ২০২২ ? উত্তরঃ হ্যাঁ, ঢাকা শিশু পার্ক এখন সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিন জাকজমকের সাথে খোলা রয়েছে।
  • শাহবাগ জাতীয় শিশু পার্ক খোলা রয়েছে। বন্ধের দিন ছাড়া প্রতিদিন দুপুর ১ টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে। তবে বন্ধের দিনেও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দরিদ্র, অসহায় ও পথ শিশুদের জন্য খোলা থাকে।

শিশু পার্ক ঢাকা, সব বয়সের বাচ্চাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং অনন্য জায়গা। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, যা ঘুরে দেখার জন্য বিস্তৃত ক্রিয়াকলাপ এবং আকর্ষণের প্রস্তাব দেয়। বিভিন্ন খেলার মাঠ, রাইড এবং গেমের সাথে, প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। পার্কটিতে সুস্বাদু স্ন্যাকস এবং পানীয় সহ একটি ক্যাফেও রয়েছে, এটি শহরের তাড়াহুড়ো থেকে বিরতি নেওয়ার জন্য একটি নিখুঁত জায়গা করে তুলেছে।

ঢাকা শিশু পার্ক সময়সূচী ২০২২

শিশু পার্ক প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা খোলা থাকে। ঢাকার এই নান্দনিক শিশু পার্কে প্রতিদিন শিশুরা আসে। তারা পার্কে আনন্দ এবং হাসি নিয়ে আসে সময় কাটায়। পার্কটি তাদের জন্য একটি নিরাপদ জায়গা, তাদের  জীবনের প্রতি ভালবাসা এবং নানান উপলব্ধিতে পূর্ণ থাকে। এটি তাদের মনে স্মৃতি তৈরি করে এবং সৃজনশীল হওয়ার অনুপ্রেরণা দেয় এখানকার বিস্তৃত ক্রিয়াকলাপ এবং ইভেন্টগুলির সাথে।

ঢাকা শিশু পার্ক সময়সূচী

  • গ্রীষ্মকালীন সময়সূচীঃ গ্রীষ্মকালীন সময়ে( এপ্রিল-অক্টোবর) শিশু পার্ক শনিবার থেকে মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। বুধবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকলেও দরিদ্র পথ শিশুদের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
  • শীতকালীন সময়সুচিঃ শীতকালীন সময়ে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া ২টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে। গরিব শিশুদের জন্য বন্ধের দিনগুলিতে দুপুর ১.৩০ মিনিট থেকে বিকাল ৪টা পরজন খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র ১৫ টাকা।
এছাড়াও শ্যামলী তে আর একটি শিশু পার্ক রয়েছে। তবে সেটি বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়ান্ডারল্যান্ড এর আওতাধীন। এই শাহবাগ শিশু পার্ক থেকে খুব সহজেই শ্যামলী শিশু পার্ক যেতে পারবেন। বিস্তারিত জানতে পড়ুন শ্যামলী শিশু পার্ক সম্পর্কে।

ঢাকা শিশু পার্ক কিভাবে যাব

দেশের যেকোনো প্রান্ত কিংবা ঢাকার যেকোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এখানে আসলে ঢাকার রেসকোর্স ময়দান দেখতে পারবেন, পাশেই ঢাকা ইউনিভারসিটি রয়েছে এবং খাবারের সু বেবস্থা রয়েছে।
ঢাকা শিশু পার্ক কিভাবে যাবেন
মিরপুর হতে মিরপুর হতে বেশ কয়েকটি বাস ঢাকা শিশু পার্ক গেট এর সামনে দিয়ে যায়। তাদের মধ্যে শিকড়, হিমাচল,বিহঙ্গ, দিশারী, ট্রান্স সিল্ভা সহ গুলিস্তান অভিমুখী সকল বাস।
গাবতলি/সাভার গাবতলি ৮ নং বাস, নিউ ভিসন, সহ মিরপুর এর কিছু বাসে করে সরাসরি গেট এর সামনে নামা যাবে
রামপুরা/বাড্ডা এখান থেকে সরাসরি আসতে হলে রমজান কিংবা তরঙ্গ প্লাস বাসে আসতে হবে।
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে মেঘলা পরিবহন এ করে সরাসরি আসা যাবে।
উত্তরা/এয়ারপোর্ট এখান থেকে সরাসরি আসতে কষ্ট হতে পারে। তবে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহন এ আসা যাবে। এছাড়া ভেঙে আসতে চাইলে বলাকা বাসে প্রথমে কাকরাইল নামতে হবে। সেখান থেকে রিক্সা কিংবা রমজান/ তরঙ্গ প্লাস বাস।
ফার্মগেট এখান থেকে গুলিস্তান অভিমুখী সকল বাস।
মোহাম্মদপুর এখান থেকে দিশারী, ট্রান্সসিল্ভা, গাবতলি ৮ নং সহ গুলিস্তান সায়দাবাদ অবিমুখি সকল বাস।
নিউ মার্কেট/ ধানমন্ডি শাহবাগ অবিমুখি সকল বাস। যেমন মিডল্যান্ড, মেঘলা সহ মিরপুরের বাস সমুহ।
মালিবাগ/কমলাপুর এখান থেকে আসার সবচেয়ে সহজ রাস্তা হল প্রথমে মালিবাগ বাস স্ট্যান্ড আসা। এখান থেকে রমজান/ তরংপ্লাস বাসে করে সরাসরি শিশু পার্ক গেট নামা যাবে।

ঢাকার শিশু পার্ক বাংলাদেশের প্রাচীনতম এবং সবচেয়ে আইকনিক পাবলিক পার্কগুলির মধ্যে একটি। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একইভাবে একটি জনপ্রিয় গন্তব্য। এটি শহরের অতীত এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের প্রতিক হিসাবে টিকে আছে। পার্কটিতে রয়েছে

  • একটি খেলার মাঠ
  • নামাজের পৃথক স্থান
  • একটি হ্রদ
  • একটি পিকনিক স্পট
  • ম্এযাজিক বুট( নৌকা)
  • দোলনা
  • চর্কি
  • ছোটদের ট্রেন
  • উড়ন্ত নভোযান
  • ঘোড়া রাইডস
  • জঙ্গি বিমান এবং
  • বাহারি ফুল ও কসমেটিক্স এর দোকান সহ আরও অনেক কিছু।

শিশু পার্ক কবে বন্ধ থাকে

  • শাহবাগ শিশু পার্ক শুক্রবার ও বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে। তবে গরিব অসহায়দের জন্য খোলা থাকে। এছাড়া প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা জাঁকজমকের মাধ্যমে শিশুরা উপভোগ করে থাকে একটি সুন্দর মুহূর্ত।

কোথায় খাবেন

শিশু পার্ক এর আশেপাশে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। এসব হোটেল শাহবাগ মোড়ে অবস্থিত। তাই শিশু পার্ক গেট থেকে ২ মিনিট পশ্চিমে হাঁটলে হোটেলগুলো দেখতে পারবেন।

আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

১।প্রশ্নঃ জাতীয় শিশু পার্ক টিকেট মূল্য কত ?

উত্তরঃ শাহবাগ শিশু পার্ক এ প্রবেশ মূল্য মাত্র ১৫ টাকা। তবে প্রবেশের পর আর কোন টাকা খরচ হবে না, সব রাইডস ফ্রি। তবে পায়খানা প্রস্রাপ এর জন্য ১০ টাকা খরচ হতে পারে।

২। প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় শিশু পার্ক কোনটি ?

উত্তরঃ শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্কই হল বাংলাদেশের জাতীয় শিশু পার্ক।

Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post