১৯৯৭ সাল থেকে জাত্রা শুরু করা বাংলাদেশের ঢাকায় অবস্থিত গুলিস্তান মার্কেট( Gulistan Market) জীবন ও সংস্কৃতিতে পূর্ণ একটি প্রাণবন্ত স্থান। ঐতিহ্যবাহী হস্তনির্মিত আইটেম থেকে শুরু করে আধুনিক ইলেকট্রনিক্স সবকিছু বিক্রি হয় এই মার্কেটে। প্রতিদিন দর্শনার্থীরা হস্তশিল্পের গয়না এবং মৃৎপাত্র থেকে শুরু করে পোশাক এবং আসবাবপত্র সহ বিস্তৃত সব পণ্য খুঁজে পেতে ভিড় জমান।
যে সকল বিষয় নিয়ে আজকের আলোচনাগুলিস্তান মার্কেট
গুলিস্তান মার্কেট বন্ধের দিন
ঢাকা গুলিস্তান মার্কেট কোথায়
গুলিস্তান চোরাই মোবাইল মার্কেট
গুলিস্তান পাইকারি মার্কেট
গুলিস্তান পারাল মার্কেট
গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট বন্ধের দিন
গুলিস্তান মার্কেট
রাজধানী ঢাকায় অবস্থিত গুলিস্তান মার্কেট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মার্কেট। এটি একটি প্রাণবন্ত স্থান যা কর্মমুখী মানুষের জীবন যুদ্ধ নিয়ে ব্যস্ত। প্রতিদিন হাজারো মানুষের ভিড় লক্ষ করা যায় জারা কম দামে ভাল ভাল প্রোডাক্ট কিনতে আসেন। স্থানীয়ভাবে উত্পাদিত পণ্য থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আমদানি করা আইটেমের বিস্তৃত ভাণ্ডারে পরিনত হয়েছে এই গুলিস্তান মার্কেট। এটি অসংখ্য বিক্রেতার প্রধান কর্মস্থল যারা স্থানীয় অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে জড়িত রয়েছেন।
ঢাকার গুলিস্তান মার্কেট এই কোলাহলপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে পণ্য ক্রয়-বিক্রয় কর্মকাণ্ডের জন্য একটি জমজমাট কেন্দ্র। ফলমূল ও শাকসবজির রঙিন প্রদর্শন থেকে শুরু করে স্থানীয় দোকানে পাওয়া সুগন্ধি মশলা দ্বারা মার্কেটটি প্রাণবন্ত। গুলিস্তান মার্কেট এমন একটি জায়গা যা সবসময় লোকে ভরা এবং আকর্ষণীয় সকল পণ্য রয়েছে যা দর্শনার্থীদের পণ্য ক্রয় করার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তুলেছে। গুলিস্তান মার্কেটে সবার জন্য কিছু না কিছু আছে, খাবার থেকে শুরু করে পোশাক এবং আরও অনেক কিছু।
ঢাকা গুলিস্তান মার্কেট
গুলিস্তান মার্কেট ঢাকা, বাংলাদেশের, একটি জমজমাট শপিং জেলা যা ঢাকা এলাকার একটি প্রধান ভিত্তি হয়ে উঠেছে। এই বাজারটি শতাব্দীর পর শতাব্দী ধরে শহরের আকর্ষণীয় দৃশ্যের একটি অংশ, যা স্থানীয়দের এবং দর্শকদের আকৃষ্ট করে। যদিও মার্কেটটি বেশিরভাগ সময়ই কোলাহলপূর্ণ থাকে। তবুও এখানে ঐতিহ্যবাহী বাংলাদেশী মিষ্টি এবং স্ন্যাকস থেকে শুরু করে রঙিন কাপড় এবং গয়না সবই পাওয়া যায় এই গুলিস্তান মার্কেট এ। দোকানের প্রাচুর্যের পাশাপাশি, রাস্তায় প্রচুর বিক্রেতা রয়েছে যারা তাদের জিনিসপত্র জনসাধারণের কাছে বিক্রি করে স্বল্প মূল্যে।
গুলিস্তান মার্কেট কবে বন্ধ থাকে
গুলিস্তান মার্কেট শুক্রবার পূর্ণ দিন এবং শনিবার অর্ধ বেলা বন্ধ থাকে। তবে এই দুইদিন ছাড়া সাপ্তাহিক আর কোন বন্ধ নেই। বাকি দিন গুলোতে জাকজমকের সাথে পণ্য ক্রয় বিক্রয় চলে। প্রতিসিন হহাজার হাজার মানুষের ভিড় এই মার্কেটটিকে প্রানবন্ত করে তুলে।
গুলিস্তান মার্কেট বন্ধের দিন
- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মার্কেটিং নিয়ম অনুসারে গুলিস্তান মার্কেট সাপ্তাহিক শুক্রবার পুরো দিন এবং শনিবার অর্ধেক বেলা বন্ধ রাখা হয়। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত খোলা থাকে।
গুলিস্তান মার্কেট কিভাবে যাবেন
ঢাকা গুলিস্তান মার্কেট সহজে গাড়ি, বাস, স্কুটার বা পায়ে হেঁটে যাওয়া যায়। যারা বাসে যেতে চান তাদের জন্য, বাজারের মধ্য দিয়ে যাওয়া রুটগুলির আশেপাশের অনেক এরিয়া থেকে আসতে পারবেন। যারা তাদের নিজস্ব যানবাহন চালাচ্ছেন, তাদের জন্য আশেপাশে প্রচুর পার্কিং লট রয়েছে।
মিরপুর হতে | মিরপুর হতে বেশ কয়েকটি বাস গুলিস্তান এর উদ্দেশে ছেড়ে যায়। তাদের মধ্যে শিকড়, বিহঙ্গ, দিশারী, ট্রান্সসিল্ভা, হিমাচল সহ আরও বেশ কয়েকটি বাস। |
গাবতলি/সাভার হতে | গাবতলি ৮ নং বাস, ওয়েলকাম, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সহ মিরপুর এর কিছু বাসে করে সরাসরি যাওয়া যাবে। |
রামপুরা/বাড্ডা/মালিবাগ হতে | এখান থেকে সরাসরি আসতে হলে আকাশ পরিবহন কিংবা ভিক্টর ক্লাসিক এ করে আসতে পারবেন। তবে ভেঙ্গে আসতে চাইলেও পারবেন |
নারায়ণগঞ্জ হতে | নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে মেঘলা পরিবহন এ করে একদম গুলিস্তান মার্কেট গেট এর সামনে নামা যাবে। |
উত্তরা/এয়ারপোর্ট হতে | এখান থেকে সরাসরি আসতে কষ্ট হতে পারে। তবে বলাকা সহ বেশ কিছু বাস রয়েছে। |
এছাড়াও দেশের যেকোনো প্রান্ত হতে আপনি এই গুলিস্তান মার্কেটে সহজেই আসতে পারবেন। গুলিস্তান মার্কেট ছাড়াও ঢাকার সকল মার্কেট সমুহ সম্পর্কে পড়ুন।
গুলিস্তান চোরাই মোবাইল মার্কেট
গুলিস্তান মার্কেট বাংলাদেশের একমাত্র জনপ্রিয় মার্কেট যেখানে কম দামে পুরনো ইউজড মোবাইল কিংবা চোরাই মোবাইল ক্রয় এবং বিক্রয় করা যায়। অতি স্বল্প দামে বিক্রেতারা এসব মোবাইল বিক্রি করে বলে এই গুলিস্তান মার্কেট চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য সকলের কাছে পরিচিতি ল্যাব করেছে।
এখানে বেশ কিছু লোকাল দোকান রয়েছে সেখানে তো পাবেনই সেই সাথে গুলিস্তান পাতাল মার্কেটে বিশাল পরিসরে আপনার জন্য তারা মোবাইল এর পসরা নিয়ে বসে আছে। সেখানে দাম দর করে সতরকতার সাথে আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি ক্রয় করতে পারেন।