সামরিক জাদুঘর | বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি, টিকেট

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর( Bangabandhu Military Museum) শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান। জাদুঘরটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে।

আজকে আমরা জানব
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কিভাবে যাব
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত
বাংলাদেশ সামরিক জাদুঘর কখন খোলা থাকে
সামরিক জাদুঘর অনলাইন টিকেট

সামরিক জাদুঘর

সামরিক জাদুঘর যার পূর্ণ নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর( Bangabandhu Military Museum)। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই জাদুঘরটি পুনঃনির্মাণ করা হয় ০৬ই জানুয়ারি ২০২২ সালে। রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু নভোথিয়েটার এর একদম পাশেই অবস্থিত ঐতিহাসিক এই জাদুঘরটি। জাদুঘরটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এতে ১৯৭১ সালে বাংলাদেশীদের দ্বারা সংঘটিত স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত নিদর্শন এবং প্রদর্শনী রয়েছে। এটি মহান মুক্তি যুদ্ধে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র এবং সামরিক সরঞ্জামেরও প্রদর্শনস্থল।

সামরিক জাদুঘর
সামরিক জাদুঘর | বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি

সামরিক জাদুঘর সময়সূচী ২০২৩

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তবে সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে পানির ফোয়ারার ওইখানে বঙ্গবন্ধুর জীবনদশার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় প্রতি শুক্রবার। জাদুঘরটির সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি

  • গ্রীষ্মকালীন সময়সূচীঃ গ্রীষ্মকালীন সময়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার ও বুধবার বাদে। এবং বিকাল শিফট এ ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মূল প্রদর্শনী গেইট খোলা থাকে। তবে ৬.৩০ থেকে স্পেশাল প্রদর্শনী শুরু হয় পানির ফোয়ারার কাছে।
  • শীতকালীন সময়সূচিঃ শীতকালীন সময়ে এই জাদুঘরটি সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতি শুক্রবার বিকাল ৬.১৫ থেকে ৩০ মিনিটের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি সুন্দর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি
শনিবার সকাল ১০-১টা, বিকাল ৩-৬টা
রবিবার সকাল ১০-১টা, বিকাল ৩-৬টা
সোমবার সকাল ১০-১টা, বিকাল ৩-৬টা
মঙ্গলবার সকাল ১০-১টা, বিকাল ৩-৬টা
বুধবার সাপ্তাহিক বন্ধের দিন
বৃহস্পতিবার সকাল ১০-১টা এবং বিকাল ৩-৬টা
শুক্রবার বিকাল ৩-৬টা, ৬.৩০এ স্পেশাল প্রদর্শনী
ছুটির দিন বন্ধ থাকে।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধের দিন

  • রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর( Military Museum) সরকারি ছুটির দিনগুলোতে এবং বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন দুই( ০২) শিফট এ প্রদর্শনী কার্যক্রম অব্যাহত থাকে। একটি সকাল ১০ টা থেকে দুপুর ১টা, অপরটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা। তবে প্রতি শুক্রবার প্রদর্শনী শেষে ৩০ মিনিটের একটি প্রামাণ্য চিত্র ফ্রি তে উপভোগ করতে পারবেন যেটি ৬.৩০ থেকে শুরু হয়।

ইতিহাস ও সংস্কৃতির ভান্ডারে বাংলাদেশ একটি আকর্ষণীয় দেশ। দেশের অন্যতম বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বিজয় শরণিতে অবস্থিত যেটি নতুন আঙ্গিকে ২০২২ সালে খোলা হয়েছে। এই জাদুঘরটি দেশের সামরিক ইতিহাসের একটি প্রাণবন্ত অন্তর্দৃষ্টি দেয়, পাশাপাশি মুক্তিযুদ্ধের সবচেয়ে আইকনিক ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানায়।

সামরিক জাদুঘর টিকেট মূল্য ২০২২

সামরিক জাদুঘর এ আগে প্রবেশ মূল্য ছিল ৫০ টাকা, সার্ক ভুক্ত দেশ এর দর্শনার্থীদের জন্য ১০০টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ছিল ২০০ টাকা। তবে বর্তমানে বাংলাদেশ সরকার প্রায় সকল জাদুঘর বা মিউজিয়াম এর প্রবেশ মূল্য সহ খরচ বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এই সামরিক জাদুঘর এ প্রবেশ মূল্য ১০০ টাকা করা হয়েছে।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট

  • সামরিক জাদুঘর এর টিকেট মূল্য আগে ৫০ টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে সকল বাংলাদেশী নাগরিকের জন্য। এছাড়া সার্ক ভুক্ত দেশ এ দর্শনার্থীদের জন্য ৩০০ টাকা এবং বিদেশি সকল দর্শনার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে টিকেট কাটতে ভিসিট করুন https://bangabandhumilitarymuseum.com এখানে।

সামরিক জাদুঘর কোথায় অবস্থিত

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণিতে অবস্থিত, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বাংলাদেশের ইতিহাসে আগ্রহী যে কোনো ব্যক্তির জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। এটির পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, পশ্চিমে সংসদ ভবন ও জিয়া উদ্যান, উত্তরে আগারগাও এবং দক্ষিনে ফার্মগেট অবস্থিত। বাংলাদেশের যেকোনো স্থান থেকে এবং ঢাকার যেকোনো স্থান থেকে জাদুঘরটিতে ভ্রমন করতে আসা যায়। জাদুঘরটি দেশের সামরিক ইতিহাস এবং স্বাধীনতার সংগ্রামের একটি অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করে।

সামরিক জাদুঘর কিভাবে যাব

সামরিক জাদুঘর কিভাবে যাবেন
মিরপুর হতে মিরপুর হতে বেশ কয়েকটি বাস বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর উদ্দেশে ছেড়ে যায়। তাদের মধ্যে মিরপুর মেট্রো, মিরপুর মেট্রো লিংক, শিকড়, আয়াত, হিমাচল,বিহঙ্গ সহ ফার্মগেট অভিমুখী সকল বাস। বাসে করে প্রথমে বিজয় সরণি নামতে হবে। এখান থেকে পায়ে হেটে (পূর্ব দিকে) ২ মিনিট লাগবে।
গাবতলি/সাভার হতে গাবতলি ৮ নং বাস, নিউ ভিসন, সহ মিরপুর এর কিছু বাসে করে প্রথমে খামারবাড়ি কিংবা ফার্মগেট নামতে হবে। সেখান থেকে পায়ে হেটে ৩-৫ মিনিট লাগবে।
রামপুরা/বাড্ডা হতে এখান থেকে সরাসরি আসতে হলে আলিফ বাসে কিংবা অন্য যেকোনো বাসে করে মহাখালি আসতে হবে। এখান থেকে বেশ কিছু বাস রয়েছে যেমন বিকাশ পরিবহন।
নারায়ণগঞ্জ হতে নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে মেঘলা পরিবহন এ করে শাহবাগ এ আসতে হবে। এখান থেকে মিরপুর সকল বাসে করে আসতে পারবেন।যেমন বিহঙ্গ, শিকড়, মিরপুর ট্রাস্ট,
উত্তরা/এয়ারপোর্ট হতে এখান থেকে সরাসরি আসতে কষ্ট হতে পারে। তবে বিকাশ সহ বেশ কিছু বাস রয়েছে। গাজীপুর বা এয়ারপোর্ট হতে মহাখালি নেমে অনেক বাস পাবেন।
ফার্মগেট/খামারবাড়ি হতে এখান থেকে পায়ে হেটে আসতে পারবেন।
মোহাম্মদপুর হতে এখান থেকে লেগুনা করে খামারবাড়ি আসবেন আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে। তারপর খাবারবারি কিংবা ফার্মগেট নেমে পায়ে হেতেই জেতে পারবেন। শিশু মেলা এখান থেকে কাছেই, চাইলে ঘুরে আসতে পারবেন।
নিউ মার্কেট/ ধানমন্ডি হতে এখান থেকে বিকাশ বাসে সরাসরি আসতে পারবেন। তবে ভেঙে আসতে চাইলে মিরপুর মেট্রো কিংবা সুপার লিংক এ করে বিজয় সরনি নামবেন। তারপর পায়ে হেটে ২ মিনিট পূর্ব পাশেই সামরিক জাদুঘর।
মালিবাগ/খিলগাঁও/কমলাপুর এখান থেকে আয়াত বাসে সরাসরি আসতে পারবেন।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইন টিকেট

  • বঙ্গবন্ধু সামরিক জাদুঘর( Bangabandhu Military Museum) অনলাইনে টিকিট ক্রয় এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইট https://bangabandhumilitarymuseum.com এ প্রবেশ করতে হবে। তারপর buy Ticket অপশনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে টিকেট কাতা যাবে। অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নিতে হবে এবং টিকেট মূল্য ১০০ টাকা বিকাশ, নগদ বা অন্য সকল ব্যাংক ইউজ করে করা যাবে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইন টিকেট
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইন টিকেট
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (BMM) একটি আকর্ষণীয় স্থান যা বাংলাদেশের সামরিক ঐতিহ্য থেকে বিভিন্ন ধরনের নিদর্শন প্রদর্শন করে। জাদুঘরটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এবং অতীত ও বর্তমানের ট্যাঙ্ক, ইউনিফর্ম, আর্টিলারি এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সংগ্রহ রয়েছে।
Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post