পানাম নগর | পানাম নগর সময়সূচি ও বিস্তারিত

 পানাম নগর( Panam Nagar ) যার অপর নাম পানাম সিটি ( Panam City)। হারানো নগরী নামে পরিচিত এই ঐতিহাসিক স্থাপনাটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও তে অবস্থিত। এই পোস্ট এর মাধ্যমে জানতে পারবেন

পানাম নগরী সম্পর্কে বিস্তারিত জানুন
পানাম নগর সময়সূচি
পানাম নগর বিখ্যাত কেন ?
পানাম নগর ভ্রমণের অভিজ্ঞতা
কত সালে পানাম নগর গড়ে উঠে?
ঢাকা থেকে পানাম নগর

পানাম নগর

পানাম নগর বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও তে অবস্থিত। আরও সহজ করে বললে, এটি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এর একদম পাশেই অবস্থিত। তাই যারা পানাম নগর ঘুরতে যাবেন সেই সাথে সোনারগাঁও জাদুঘরেও ঘুরে আসতে পারবেন। এই পানাম নগরীকে ২০০৬ সালে বিশ্বের ধ্বংসাবশেষ স্থাপনা বা শহরগুলোর মধ্যে একটি হিসাবে প্রকাশ করে World Monuemnt Fund.

পানাম নগর বাংলাদেশের বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র ছিল, যা দেশের প্রধান অর্থনৈতিক ও শিল্প কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল। শহরটি একটি সমৃদ্ধশালী ইতিহাস এর জন্য বিখ্যাত। প্রায় ১৫০০ শতকে ঈশা খা যখন সোনারগাঁও কে বাংলার রাজধানী ঘোষণা করেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বড়-নগর, খাস নগর এবং পানাম নগর নামে তিনটি নগর গড়ে তুলেন।ঐতিহাসিক এই পানাম নগর এর চারপাশে পংখিরাজ খাল দিয়ে ঘেরাও করা আছে। সারা বাংলার তৈরি মসলিন কাপড় এখান থেকে রপ্তানি করা হত।

পানাম নগর সময়সূচি

  • পানাম নগর এ কোন সাপ্তাহিক বন্ধ নেই। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক এই শহরটির ধ্বংসাবশেষ পরিদর্শনের জন্য খোলা থাকে। তবে এখানে অবস্থিত পানাম নগরী জাদুঘর প্রতি বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে।

পানাম নগর এ প্রবেশ মূল্য মাত্র ১৫ টাকা হলেও এখানকার জাদুঘর এ প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি ৩০ টাকা করে বাড়তি পে করতে হবে।

পানাম নগর
Next Post For You
পানাম নগর | পানাম নগর সময়সূচি

পানাম নগর বিখ্যাত কেন

  • পানাম নগরে স্থাপিত প্রায় ছোট বড় ৫২টি স্থাপনার কারুকাজের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। পানাম নগরের দক্ষিন পাশে মোট ২১ টি স্থাপনা এবং উত্তর দিকে ৩১টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। পানাম নগরী মূলত পানাম-নীলকুঠি, পানাম-দুলাল্পুর পুল এবং গোয়ালদি মসজিদ এর জন্য বিখ্যাত ও সুপরিচিত।

পানাম নগর ভ্রমণের অভিজ্ঞতা

ঢাকার যেকোনো প্রান্ত হতে প্রথমে গুলিস্তান আসতে হবে। এখান থেকে খুব সহজে পানাম নগর যাওয়া যাবে। প্রথমে দোয়েল পরিবহন, স্বদেশ পরিবহন বাস কিংবা বোরাকের বাসে( এসি) পানাম নগর ভ্রমন করতে পারবেন। বাসে করে মগড়াপাড়া নামতে হবে। এখান থেকে সিএনজি কিংবা অটো রিক্সা করে সহজেই পানাম নগরিতে ভ্রমন করা যাবে খরচ হবে ৭০-৯০ টাকা( বাস ভাড়া সহ)।

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১।প্রশ্নঃ কত সালে পানাম নগর গড়ে উঠে?

উত্তরঃ পানাম নগর ঈশা খা এর আমলে আনুমানিক প্রায় ১৫০০ শতকে তৈরি করা হয়েছিল যেটি প্রায় ২০ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে।

২।প্রশ্নঃ সোনারগাঁও পানামা শহর কোথায় অবস্থিত?

উত্তরঃ পানামা শহর সোনারগাঁও তে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ে অবস্থিত পানাম নগরী সোনারগাঁও জাদুঘর এর পাশেই।

Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post