বসুন্ধরা মার্কেট | বসুন্ধরা মার্কেট কবে বন্ধ থাকে ও বিস্তারিত

বাংলাদেশের ঢাকায় অবস্থিত বসুন্ধরা মার্কেট( Basundhara City Shopping Complex) শহরের অন্যতম প্রধান এবং জনপ্রিয় একটি মার্কেট। এটি পোশাক থেকে শুরু করে জুয়েলারি, হস্তশিল্প, মৃতশিল্প এবং ইলেকট্রনিক্স পণ্য সহ বিভিন্ন ধরণের পণ্য ও পরিষেবার জনপ্রিয় একটি মার্কেট। বাজারটি স্থানীয় এবং পর্যটকদের দ্বারা কারায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রতিদিন। আপনি যে পণ্যগুলি খুঁজছেন তার বিশাল সমাহার রয়েছে এখানে৷ বিশৃঙ্খল পরিবেশ থাকা সত্ত্বেও মার্কেটটি তার সেরা মানের পণ্যের জন্য বিখ্যাত। এটি কেনাকাটা করার জন্য একটি দুর্দান্ত জায়গা।

বসুন্ধরা মার্কেট

বাংলাদেশের ঢাকার বসুন্ধরা মার্কেট হল একটি জমজমাট এবং প্রাণবন্ত মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি মার্কেট। এটি পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স পর্যন্ত সকল ধরনের আইটেম খোঁজার জন্য ক্রেতাদের জন্য এটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। এটি দেশের বৃহত্তম মার্কেট।

বসুন্ধরা মার্কেট প্রায় বাইশ( ২২ একর) এলাকা জুড়ে অবস্থিত। এখানে প্রায় ৪০০০ টিরও বেশি দোকান রয়েছে। এই মার্কেটটি সপ্তাহের যে কোনও দিনে ক্রেতাদের দ্বারা পরিপূর্ণ থাকে, যারা প্রতিযোগিতামূলক ভাবে বিভিন্ন মূল্যের পণ্য এবং আকর্ষণীয় অফার এর সুবিধা নিতে আসে। মার্কেটটি শত শত বিক্রেতা এবং রাস্তার হকারদের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসাবে অনেক পরিচিত। যেখানে অত্যন্ত কম দামে বিভিন্ন পণ্য এবং পরিষেবা সরবরাহ করা হয়।

বসুন্ধরা মার্কেট
বসুন্ধরা মার্কেট | বসুন্ধরা মার্কেট কবে বন্ধ থাকে

বসুন্ধরা মার্কেটে পাওয়া যায় পোশাক, পাদুকা এবং আনুষাঙ্গিক থেকে শুরু করে ইলেকট্রনিক্স, বাড়ির আসবাবপত্র এবং মুদি দোকানের জিনিস পত্র। বসুন্ধরা মার্কেট মোবাইল ফোন মেরামত, সেলাই এবং গাড়ি রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন ধরনের পরিষেবাও অফার করে। এই বাজারে পণ্যের দাম সাধারণত বেশ কম, যা লো বাজেটে ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলেছে।এই মার্কেট বিভিন্ন পণ্যের শীর্ষস্থানীয় মানের জন্য বিখ্যাত, এটি কেনাকাটা করার জন্য একটি দুর্দান্ত জায়গা।

বসুন্ধরা মার্কেট কবে বন্ধ থাকে

  • ঢাকা বসুন্ধরা মার্কেটসপ্তাহের প্রতিদিন খোলা থাকে না। বাংলাদেশ সরকারের মার্কেটিং নিয়ম ও যানজট নিরসনে এই মার্কেটটি প্রতি মঙ্গলবার পূর্ণ দিন এবং বুধবার অর্ধ বেলা বন্ধ থাকে। তাছাড়া প্রতিদিন সকাল দশটা( ১০টা) থেকে রাত আঁটটা( ০৮টা) পর্যন্ত জাঁকজমকের সহিত খোলা থাকে।

বাংলাদেশ সংস্কৃতি ও প্রাণবন্ততায় ভরপুর এক অনন্য দেশ। দেশের সবচেয়ে পরিচিত ও প্রাণবন্ত জায়গাগুলোর মধ্যে একটি বসুন্ধরা মার্কেট। বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্র বিন্দুতে অবস্থিত, এই বাজারটি কাপড় থেকে শুরু করে হস্তশিল্প পর্যন্ত বিস্তৃত পণ্যের বিশাল সমাহার নিয়ে গঠিত। এটি তার জমজমাট পরিবেশ এবং রাস্তাঘাটের জন্য পরিচিত। সারা বাংলাদেশ ও বিশ্বের মানুষ বসুন্ধরা মার্কেটে এর আকর্ষণ এবং জুনপ্রিয়তা অনুভব করতে আসে।

ঢাকা বসুন্ধরা মার্কেট

বসুন্ধরা মার্কেট বাংলাদেশের অন্যতম বড়একটি মার্কেট। এটি একটি পর্যটন স্পট হিসাবেও পরিচিত। প্রতদিন অনেক মানুষ কেনাকাটার পাশাপাশি ঘুরতেও সেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। সেইসাথে স্থানীয়দের জন্য পণ্য ক্রয়- বিক্রয়ের জন্য এটি একটি আলোড়ন কেন্দ্র। এই বাজারটি ঢাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি গ্রাহকের পণ্য ও মনোরম সৌন্দর্য প্রদান করে। এটি অনেক বিক্রেতা এবং দোকানে মালিকদের আয়ের একটি বড় উৎসও বটে।

বসুন্ধরা মার্কেট কোথায়

অনেকের মনেই এই প্রশ্ন কাজ করে যে, বসুন্ধরা মার্কেট কোথায়? উত্তরঃ বসুন্ধরা মার্কেট কাওরান বাজারের পাশেই পান্থপথ নামক এরিয়াতে অবস্থিত। ধানমন্ডি থেকে একটু পুরভ দিকে এর অবস্থান। মার্কেটটির পূর্বেঃ কাওরান বাজার, পশ্চিমেঃ ধানমন্ডি, উওরেঃ কাওরান বাজার ও ফার্মগেট এবং দক্ষিনেঃ বাংলামটর এবং সোনারগাঁও হোটেল অবস্থিত।

  • ঢাকার বসুন্ধরা মার্কেট, সোনারগাঁও হোটেল এর সামান্য পশ্চিমে পান্থপথ নামক স্থানে অবস্থিত। ধানমন্ডী থেকে রিক্সায় কিংবা কাওরান বাজার বাস স্ট্যান্ড থেকে হেটে আসতে ৫ মিনিটের মতো সময় লাগে।

বসুন্ধরা মার্কেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

১। প্রশ্নঃবসুন্ধরা মার্কেট কি খোলা?

উত্তরঃ ঢাকায় অবস্থিত বসুন্ধরা মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন( মঙ্গলবার অপ বুধবার) ছাড়া প্রতিদিনই খোলা থাকে। হাজার হাজার ক্রেতা বিক্রেতা দের পণ্য ক্রয় বিক্রয়ের একটি নিভরযোগ্য প্রতিষ্ঠান এই বসুন্ধরা মার্কেট।

২। প্রশ্নঃবসুন্ধরা সিটি কবে বন্ধ থাকে?

উত্তরঃ ঢাকা বসুন্ধরা মার্কেট সপ্তাহের প্রতিদিন খোলা থাকে না। বাংলাদেশ সরকারের মার্কেটিং নিয়ম ও যানজট নিরসনে এই মার্কেটটি প্রতি মঙ্গলবার পূর্ণ দিন এবং বুধবার অর্ধ বেলা বন্ধ থাকে। তাছাড়া প্রতিদিন সকাল দশটা( ১০টা) থেকে রাত আঁটটা( ০৮টা) পর্যন্ত জাঁকজমকের সহিত খোলা থাকে।

৩। প্রশ্নঃবসুন্ধরা মার্কেট কবে খুলবে?

উত্তরঃ বসুন্ধরা মার্কেট করোনা কালীন সময়ে বন্ধ থাকলেও এখন সাপ্তাহিক বন্ধ ছাড়া কোন বন্ধ নেই। তাই অবসময় খুলবে বা খোলা থাকবে।

৪। প্রশ্নঃবসুন্ধরা সিটি কমপ্লেক্স কি খোলা?

উত্তরঃ ঢাকা জেলার পান্থপথ এ অবস্থিত বসুন্ধরা সিটি কমপ্লেক্স( Basundhara City Complex) প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ০৮ টা পর্যন্ত খোলা থাকে। তাই বলা যায় বসুন্ধরা সিটি কমপ্লেক্স খোলা আছে।

Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post