মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান | মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত বিস্তারিত

মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত

মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাতঃ

মুন্সিগঞ্জ জেলা গোল আলু, শীতকালীন শাকসবজি, ভাগ্যকুল মিষ্টি, রামপালের কলা এবং ঘোল এর জন্য বিখ্যাত । এছাড়াও মুন্সিগঞ্জ জেলা বিবিখানা পিঠা,সন্দেশ-ছানা এবং কাঠের বাড়ির জন্য বিখ্যাত। মুন্সিগঞ্জ জেলার মানুষ অত্যন্ত ভোজনপ্রিয়।সুস্বাদু রান্না ও আপ্যায়নে এ অঞ্চলের মানুষের রয়েছে আলাদা ঐতিহ্য। বিখ্যাত খাবার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাথক্ষীরা, এছাড়াও ভাগ্যকুল মিষ্টি তো রয়েছেই।

মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান | মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত

মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ

মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান(Sightseeing places in Munshiganj) এর মধ্যে ইদ্রাকপুর কেল্লা, পদ্মা সেতু, নাটেশ্বর দেউল, বাবা আদম মসজিদ, ঐতিহাসিক সোনারং মসজিদ, বল্লাল সেন এর দিঘি এবং ভাগ্যকুল এর মিষ্টি অন্যতম।

মুন্সিগঞ্জের দর্শনীয় স্থানঃ
  • ইদ্রাকপুর কেল্লাঃযেটি মুন্সীগঞ্জ শহরেই অবস্থিত।
  • পদ্মা সেতুঃ আমাদের সকলের স্বপ্নের পদ্মা সেতু যেটি আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি।
  • নাটেশ্বর দেউলঃ এটি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা অবস্থিত।
  • বাবা আদম মসজিদ।
  • সোনারং মসজিদ।
  • বল্লাল সেন এর দিঘি।
  • হাসারার দরগাহ
  • ভাগ্যকুলের জমিদার বাড়ি ইত্যাদি।

মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার

Next Post For You
  • মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাথক্ষীরা , এছাড়াও বিবিখানা পিঠা,সন্দেশ-ছানা এবং ভাগ্যকুল এর মিষ্টি ।

মুন্সিগঞ্জ জেলা

মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর ।এ জেলার পূর্বে মেঘনা নদী এবং কুমিল্লা জেলা উত্তরে ঢাকা জেলা পশ্চিমে ফরিদপুর এবং পদ্মা নদী দক্ষিণে ফরিদপুর জেলা অবস্থিত।

আরও জানতে ক্লিক করুন
Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post