মাওয়া রিসোর্ট | মাওয়া রিসোর্ট খরচ ও ভাড়া বিস্তারিত

মাওয়া রিসোর্ট

ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দক্ষিনে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত মাওয়া রিসোর্ট যেটি বিক্রমপুর জেলার ( বর্তমান মুন্সিগঞ্জ) লৌহজং উপজেলায় অবস্থিত এক অপরুপ সুন্দর একটি ভ্রমন স্পট। এটি পদ্মা পাড়ে অবস্থিত। প্রতিদিন শিশু কিশোর থেকে শুরু করে চাকরিজীবী ও বয়স্ক মানুষজন ঘুরতে আসে। মুন্সিগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান গুলোর মধ্যে মাওয়া রিসোর্ট একটি।আজকে আমরা এই রিসোর্ট সম্পরকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশা আল্লাহ।

মাওয়া রিসোর্ট খরচ

  • মাওয়া রিসোর্ট এ প্রবেশ মূল্য মাত্র ৪০ টাকা। ঢুকতে খরচ মাত্র ৪০ টাকা হলেও এখানে রেস্ট ও রাত্রি যাপনের জন্য আলাদা খরচ বহন করতে হবে।
  • ১ম শিফটঃ প্রতিদিন সকাল আঁটটা(০৮) হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত থাকলে নন এসি রুম খরচ ৩০০০( তিন হাজার ) টাকা , এসিতে খরচ ৫০০০ ( পাঁচ হাজার ), সুইজ কটেজ খরচ ১০০০০ ( দশ হাজার) এবং ডরমেটরি রুম খরচ ১৫০০ টাকা খরচ হবে।
  • ২য় শিফটঃ দুপুর ২ টা থেকে পরদিন রাত ১২ টা পর্যন্ত থাকতে চাইলে নন-এসি রুম খরচ ৩৫০০ টাকা , এসিতে খরচ ৫০০০ ( পাঁচ হাজার ), সুইজ কটেজ খরচ ১২০০০ ( বার হাজার) এবং ডরমেটরি রুম খরচ ২০০০ টাকা খরচ হবে।
Next Post For You
মাওয়া রিসোর্ট | মাওয়া রিসোর্ট খরচ

মাওয়া রিসোর্ট ভাড়া

মাওয়া রিসোর্ট ভাড়া মাত্র ৪০ টাকা হলেও কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে। এই সকল খরচের মধ্যে পারকিং খরচ, রুম ভাড়া খরচ আলাদা দিতে হবে। এখানে অবস্থিত প্রায় ১৮ টি কটেজের ভাড়া আলাদা আলাদা।বলে রাখা ভাল এই রিসোর্ট সকাল ৯ টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত খোলা থাকে। তবে অনুমতি নিয়ে বাইরে বের কিংবা প্রবেশ করা যাবে।

এখানে রয়েছে প্রাকৃতিক এক অনন্য পরিবেশ। গ্রামের আধুনিকতার ছোঁয়া রয়েছে এখানে। এখানে প্রতিদিন নানা পেশার ভ্রমন পিপাসু মানুষজন তাদের সাপ্তাহিক কাজের মধ্যে একটু রিফ্রেশ পাওয়ার জন্য ছুটে আসেন।

মাওয়া রিসোর্ট মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ মাওয়া রিসোর্ট মাওয়া ১ নং ফেরিঘাট হতে কান্দিপারায় অবস্থিত। এখানকার সারি সারি নারকেল গাছ আর দীঘির অপ্রুপ সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নেয়। শিশুদের খেলার জন্য রয়েছে আকর্ষণীয় ও মজার সব রাইডস যেমনটা শিশু মেলা তে দেখা যায়।
Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post