বাংলার তাজমহল | বাংলার তাজমহল কিভাবে যাব ও বিস্তারিত

বাংলার তাজমহল(Banglar Taj mahal) বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে প্রায় ১৬.০৯ কিলোমিটার ( ১০ মাইল) দক্ষিন-পূর্বাংশে সোনারগাঁওয়ে অবস্থিত এক ঐতিহাসিক পর্যটন নিদর্শন। অবসর সময়ে পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন অনন্য সুন্দর এই স্থাপনার কারুকাজ ও সুদর্শন নিদর্শন উপভোগ করতে। এই স্থাপনাটির মালিক আহসানউল্লাহ মনি( চলচিত্র পরিচালক)।

আজকে আমরা জানব
বাংলার তাজমহল কিভাবে যাব
বাংলার তাজমহল ও পিরামিড
বাংলার তাজমহল কোথায় অবস্থিত
বাংলার তাজমহল কবে বন্ধ থাকে
বাংলার তাজমহল ভ্রমন
বাংলার তাজমহল ছবি
বাংলার তাজমহল | বাংলার তাজমহল কিভাবে যাব 
বাংলার তাজমহল নিয়ে বিস্তারিত
নাম পূর্ণ নাম বাংলার তাজমহল(Banglar Tajmahal)
অবস্থান বাংলার তাজমহল কোথায় অবস্থিত
বন্ধের দিন বাংলার তাজমহল কবে বন্ধ থাকে
কিভাবে যাব বাংলার তাজমহল কিভাবে যাব
টিকিট মূল্য বাংলার তাজমহল টিকিট মূল্য

বাংলার তাজমহল

বাংলার তাজমহল (Banglar Taj Mahal) ভারতের সম্রাট শাহজাহান এর তৈরি তাজমহল এর অনুকরনে সৃষ্ট। এটি বাংলাদেশের সোনারগাঁও জেলায় অবস্থিত( জামপুর ইউনিয়ন, পারাব গ্রাম)। ঐতিহাসিক এই নিদর্শনটি প্রায় ১৮ বিঘা জমির অপর নির্মিত। প্রতিদিন নানা পেশার মানুষ জাতি ধর্ম বর্ণবেঁধে এখানে আসে এটির সৌন্দর্য উপভোগ করতে। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় ভ্রমণ স্পট হিসাবে স্বীকৃতি পেয়েছে এটির মনোমুগ্ধকর স্থাপনা শৈলীর স্বাদ নিতে।

বাংলার তাজমহল কোথায় অবস্থিত

বাংলার তাজমহল কোথায়ঃ

  • বাংলার তাজমহল(Banglar Taj Mahal) খ্যাত মনোমুগ্ধকর এই স্থাপনাটি সোনারগাঁও জেলার জামপুর ইউনিয়ন এর পারাব নামক গ্রামে প্রায় ১৮ বিঘা জমির উপর অবস্থিত।

  • পৃথিবীর ২য় তাজমহলটি( বাংলার তাজমহল) বাংলাদেশসের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ তে অবস্থিত।

বাংলার তাজমহল নারায়ণগঞ্জ

বাংলার তাজমহল (নারায়ণগঞ্জ) নির্মাণের একমাত্র লক্ষ্য ছিল বাংলার মানুষের অনেকেই নিম্ন মদ্ধবিত্ত, তাই যাদের ভারতে গিয়ে সম্রাট শাহ জাহানের তার প্রেমিকা মমতাজ এর জন্য বানানো তাজমহল দেখার আর্থিক সক্ষমতা নেই তারা যেন এটা দেখে তাঁদের মনবাসনা পুরন করতে পারে। বর্তমানে এটি ছোট বড়, ধনি-দরিদ্র, শিশু-কিশোর, প্রাপ্তবয়স্ক নর-নারীর জন্য উন্মুক্ত, যে কেও যখন ইচ্ছে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক এই নিদর্শনটিতে।

বাংলার তাজমহল কিভাবে যাব

অনেক পর্যটকদের মনেই এই প্রশ্নটি ঘুরে যে-বাংলার তাজমহল কিভাবে যাব ? উত্তরঃ বাংলার তাজমহলটি ঢাকা থেকে মাত্র ১০ মাইল দূরে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে সোনারগাঁও অভিমুখী যেকোনো বাসে করে মদনপুর বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে সিএনজি করে বাংলার তাজমহল পৌঁছানো যাবে।

  • ঢাকা থেকে নারায়ণগঞ্জ অভিমুখী যেকোনো বাসে করে বরপা বাস স্ট্যান্ড এ নেমে গিয়ে সেখান থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে(বাংলার তাজমহল)।

  • ট্রেনে করে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে নারায়ণগঞ্জ ষ্টেশনে নেমে সেখান থেকে সিএনজি করে সহজেই পৌঁছে যেতে পারবেন বাংলার তাজমহলে।

বাংলার তাজমহল টিকিট মূল্য

  • বাংলার তাজমহল এ টিকেট মূল্য ১৫০ টাকা তবে এই টিকিট দিয়ে এখানকার আর একটি স্থাপনা (মিশরের পিরামিড এর ন্যায় তৈরি পিরামিড) দেখা যাবে। সকল প্রাপ্তবয়স্ক ও ৩ বছরের বেশি শিশুদের জন্য এই ১৫০ টাকা টিকিট মূল্য দিতে হবে।

বাংলার তাজমহল বন্ধের দিন

  • বাংলার তাজমহল( Banglar Taj Mahal) এর সাপ্তাহিক কোন বন্ধ নেই অর্থাৎ এটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০(দশ) ঘটিকা থেকে সন্ধ্যা ০৬(ছয়) ঘটিকা পর্যন্ত খোলা থাকে।


বাংলার তাজমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

১। প্রশ্নঃ সোনারগাঁও তাজমহল কিভাবে যেতে হয় ?

উত্তরঃ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ অভিমুখী যেকোনো বাস এ করে বরপা বাস স্ট্যান্ড অথবা মদনপুর বাস স্ট্যান্ড এ নামতে হবে।সেখান থেকে সিএনজি কিংবা প্রাইভেট কার এ করে সহজেই বাংলার তাজমহলে যাওয়া যায়।

২। প্রশ্নঃবাংলার তাজমহল কোথায় অবস্থিত ?

উত্তরঃ পৃথিবীর ২য় তাজমহলটি( বাংলার তাজমহল) বাংলাদেশসের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ তে অবস্থিত।

৩। প্রশ্নঃবাংলার তাজমহল বন্ধের দিন কবে ?

উত্তরঃ বাংলার তাজমহল(Banlar Taj Mahal) বা মিশরীয় নকল পিরামিড টি তে যেতে পারবেন যখন তখন। কারন এখানে কোন সাপ্তাহিক বন্ধ নেই।

4.Questions: Banglar Taj Mahal ticket price 2022 ?

Answer:Banglar Taj Mahal ticket price is 150 taka BDT. for all adult person in bangladesh.

Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post