শিশু মেলা | শিশু মেলা শ্যামলী সময়সূচী ও বিস্তারিত

শিশু মেলা

ঢাকার শ্যামলীতে অবস্থিত DNCC Wonderland যেটি শ্যামলী শিশু মেলা(Shishu Mela) নামেই বেশি পরিচিত। পরিবারের সবার জন্য বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের জন্য এটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র। এখানে আপনি উপভোগ করতে পারবেন মজার সব রাইডস। চলুন তবে জেনে নিই একনজরে শিশুমেলা সম্পর্কে।

শিশু মেলা | শিশু মেলা শ্যামলী সময়সূচী | শ্যামলী শিশু মেলা
শিশু মেলা নিয়ে বিস্তারিত
নাম শ্যামলী শিশু মেলা
অবস্থান শিশু মেলা কোথায় ?
সময়সূচী শিশু মেলা শ্যামলী সময়সূচী
টিকেট মূল্য শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য ২০২৩
কার্যক্রম শিশু মেলা কি খোলা

শিশু মেলা শ্যামলী সময়সূচী

ঢাকার অন্যতম একটি বিনোদন কেন্দ্র শ্যামলী শিশু মেলা সপ্তাহের সাত দিনই খোলা থাকে।সরকারি বন্ধের সময়ও খোলা থাকে সাধারণত।

শিশু মেলা শ্যামলী সময়সূচী ২০২৩

  • গ্রীষ্মকালীন সময়ে শিশু মেলা সকাল ১০ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত খোলা থাকে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত।
  • শীতকালীন সময়ে শিশু মেলা সকাল ১০ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত খোলা থাকে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকার আর একটি জনপ্রিয় পার্ক হল শাহবাগ শিশু পার্ক। চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারেন ফ্রি তে ঘুরাঘুরির জন্য।

শিশু মেলা কোথায়

শিশু মেলা ঢাকা শহরের প্রান কেন্দ্র শ্যামলীতে অবস্থিত।আরও সহজ করে বলতে গেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বা হৃদরোগ হাস্পাতালের উত্তর সাইডে এবং ঢাকা শিশু হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত।

শিশু মেলার উত্তরে শ্যামলী বাস টার্মিনাল, দক্ষিনে হৃদরোগ হাসপাতাল ও কলেজ গেট, পূর্বে আগারগাও রেডিও ও ঢাকা শিশু হাসপাতাল, পশ্চিমে পপুলার হাসপাতাল ও আশা বিশ্ববিদ্যালয় অবস্থিত। মিরপুর গামী যেকোনো বাস এ আপনি শিশু মেলা তে আস্তে পারবেন।

শিশু মেলা শ্যামলী কবে বন্ধ

শিশু মেলা শ্যামলী সপ্তাহের সাত দিনই অর্থাৎ শনিবার থেকে শুক্রবার খোলা থাকে।তবে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কারনে বন্ধ থাকতে পারে।মাঝে মাঝে একটি বা দুইটি রাইডস এ টেকনিক্যাল সমস্যা হলে উক্ত রাইডসটি বন্ধ থাকতে পারে কিন্তু মুল গেইট আপনার জন্য সবসময় খোলা।প্রতিদিন সকাল থেকে রাত এর ৮ টা পর্যন্ত আপনার পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে ভ্রমন করতে পারেন এই শিশু মেলায়।তাই আবারও বলছি শিশু মেলা শ্যামলীতে কোন সাপ্তাহিক বন্ধ নেই কারন এটি একটি বেসরকারি বিনোদন কেন্দ্র।

শ্যামলী শিশু মেলার রাইডস সমূহ

শ্যামলী শিশু মেলা তে ছোট বড় সব মিলিয়ে প্রায় ২০ টি রাইডস রয়েছে।এসবের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি রাইডস হল ট্রেন, কার, থ্রি-ডি, রোলার, নাগরদোলা ইত্যাদি।চলুন একনগরে দেখে নিই শ্যামলী শিশু মেলার রাইডস সমূহ সম্পর্কে।
শিশু মেলার মজার ১০টি রাইডস সমূহ
১.চুক চুক ট্রেন
২.নিনি ট্রেন
৩.নাগরদোলা
৪.হেলিকাপ্টার রাইডস
৫.বাম্পার কার
৬.ভিডিও গেমস
৭.3D আনিমিশন
৮.ব্লাক হোল
৯.ড্রাগন রোলার
১০.বাচ্চাদের কিডিরাইডস গেমস
এছাড়াও রয়েছেঃ
  • পারাট্রুপার
  • ব্যাটারি চালিত কার
  • ওয়ান্ডার হুইল
  • ঘোড়ার রাইডস
  • পেনডুলাম এবং
  • হানি সুইং ইত্যাদি সব মজার রাইডস।
তবে দেরি কেন আজই ঘুরে আশুন আপনার ছোট ছোট সোনামণিদের সাথে নিয়ে পরিবার সহকারে।মজার একটি সময় কাটিয়ে যান পরিবারের সকলের সাথে।কর্ম বাস্ততার মাঝে রিফ্রেশমেন্ট হিসাবে ঘুরে আসুন ১.৮০ একরের এই বিশাল বিনোদন কেন্দ্রে।

শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য

শ্যামলী শিশু মেলা তে আগে প্রবেশ মূল্য বা টিকেট মূল্য ৬০ টাকা থাকলেও বর্তমানে টা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। তাই বলা যায় শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য ১০০ টাকা সকল প্রাপ্তবয়স্কদের জন্য।তবে ২ বছরের নিচের শিশুদের কোন টিকেট মূল্য দিতে হবে না।প্রবেশের পর প্রতিটি রাইডস এ উঠার জন্য আপনাকে ৫০-৮০ টাকা দিতে হবে।কিছু কিছু রাইডস এ বড়রাও উঠতে পারবেন। ঢাকার আর একটি জনপ্রিয় পার্ক হল শাহবাগ শিশু পার্ক। চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারেন ফ্রি তে ঘুরাঘুরির জন্য।

শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য ২০২৩

  • বাচ্ছাঃ ছোট বাচ্চাদের যাদের বয়স ২ বছরের কম শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য তাঁদের জন্য প্রযোজ্য নয়।
  • প্রাপ্তবয়স্কঃ দুই বছরের বেশি সকল শিশু ও বড়দের জন্য নতুন নিয়মে ১০০ টাকা করে ধার্য করা হয়েছে।

শ্যামলী শিশু পার্ক

আপনারা অনেকেই শ্যামলী শিশু পার্ক এর সন্ধান করে থাকেন। আসলে শ্যামলী শিশু পার্ক বলতে কিছু নেই। তবে শ্যামলী শিশু পার্ক বলতে শ্যামলী শিশু মেলা অর্থাৎ  DNCC Wonderland কে বোঝানো হয়ে থাকে।তাই কেউ যদি শ্যামলী শিশু পার্ক এর কথা সম্পর্কে জানতে চায় তবে সর্বপ্রথম জানতে হবে শ্যামলী শিশু পার্কই হল DNCC Wonderland বা শ্যামলী শিশু মেলা।

FAQ

১।প্রশ্নঃশিশু মেলা শ্যামলী সময়সূচী ২০২২ ?

উত্তরঃগ্রীষ্মকালীন সময়ে শিশু মেলা সকাল ১০ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত খোলা থাকে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এবং শীতকালীন সময়ে শিশু মেলা সকাল ১০ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত খোলা থাকে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত পোস্টে।

২।প্রশ্নঃ শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য ২০২২ কত ?

উত্তরঃছোট বাচ্চাদের যাদের বয়স ২ বছরের কম শিশু মেলা শ্যামলী টিকেট মূল্য তাঁদের জন্য প্রযোজ্য নয় তবে দুই বছরের বেশি সকল শিশু ও বড়দের জন্য নতুন নিয়মে ১০০ টাকা করে ধার্য করা হয়েছে।বিস্তারিত পোস্টে।

Admin

আমি বিখ্যাত বিডি ওয়েবসাইটটির একমাত্র মালিক।আমি ঘুরতে পছন্দ করি এবং মাতৃভাষায় দেশের দর্শনীয় স্থান, বিভিন্ন জেলা এবং বাংলাদেশের সকল মার্কেট নিয়ে লিখালিখি করি। দেশ সম্পর্কে পড়ুন, জানুন, শিখুন, মতামত দিন। সর্বোপরি সাথেই থাকুন।

2 Comments

Post a Comment
Previous Post Next Post